diff --git a/sections/http-and-https/README.md b/sections/http-and-https/README.md index d56d61f..c3f117c 100644 --- a/sections/http-and-https/README.md +++ b/sections/http-and-https/README.md @@ -6,7 +6,7 @@ HTTP 1 ১৯৯৬ সালে এসেছে। এটি মূলত TCP HTTP 1.1 এ keep-alive mechanism তৈরী করা হয়েছিল যার মাধ্যমে একটি TCP কানেকশন কে একাধিক HTTP request এবং response এ reuse করা যেত, যাকে Pipelining বলে। Pipelining মূলত Sequentially হয়ে থাকে। -এই Pipelining থাকার পরেও দেখা গেল দিন দিন জাভাস্ক্রিপ্ট, images এর পরিমান দিন দিন বাড়তে লাগলো। একটি TCP connection reuse করে আমরা content টি পেয়ে যেতে পারি কিন্তু তবুও প্রতিটি content এর জন্য একটি করে TCP connection ব্যবহার করতে হবে। +এই Pipelining থাকার পরেও দেখা গেল দিন দিন জাভাস্ক্রিপ্ট, images এর পরিমান দিন দিন বাড়তে লাগলো। একটি TCP connection reuse করে আমরা সব content/request করতে পারি। HTTP 1.1 এ CORS mechanism আনা হয়েছিল।